রাজধানীর শনির আখড়ার গোয়ালবাড়ি এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে মোসা. মিম (১২) নামের এক শিশুর বিষপানে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা মাজহারুল ইসলাম বলেন, ছোট একটা বিষয়ে তার মা একটু রাগারাগি করে। পরে সে ঘরে থাকা বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক জানান, আমার ভাগ্নি আর বেঁচে নেই।
তিনি জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বর সিগুরা গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। কদমতলী থানায় বিষয়টি জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/জুনাইদ আহমেদ