সারাদেশের মত রংপুরেও ওএমএসের মাধ্যমে অসচ্ছল পরিবারের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর রবার্টসনগঞ্জ মাঠে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম, সদর খাদ্য গুদামের ইনচার্জ আরিফ হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা শামীম তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রংপুর সিটি কর্পোরেশনে ১৭টি দোকান ডিলার ও ৮টি ট্রাক ডিলারসহ জেলায় ৪৪টি বিক্রয় কেন্দ্রে প্রতিদিন ৮৮ মেট্রিক টন চাল ও সাড়ে ৮ মেট্রিক টন আটা বিক্রি করা হবে। টিসিবি ভোক্তারাও তাদের কার্ড দেখিয়ে ওএমএসের চাল-আটা কিনতে পারবেন।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর সিটি কর্পোরেশন এলাকায় বস্তি ও কর্মহীন মানুষের সংখ্যা অনেক বেশি। প্রধানমন্ত্রী তাদের দু’বেলা খাওয়ার ব্যবস্থা করে দেয়ায় উপকারভোগীরা অনেক খুশি। বর্তমানে সিটি কর্পোরেশন এলাকার ২৫টি পয়েন্টে প্রতিদিন ৫০ টন করে চাল দেয়া হচ্ছে। আমি প্রধানমন্ত্রীকে সিটি কর্পোরেশন এলাকায় বরাদ্দ বাড়ানোর অনুরোধ করছি।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, রংপুর জেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর মাধ্যমে এক লাখ ৪৫ হাজার পরিবারের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি চলমান রয়েছে। এর সাথে ওমএমএসের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হলো। এতে করে রংপুরের কম আয়ের মানুষজন অনেক উপকৃত হবেন। এছাড়া টিসিবি কার্ডধারীরা অগ্রাধিকার ভিত্তিতে এই ওএমএসের চাল-আটা কিনতে পারবেন।
বিডি প্রতিদিন/আবু জাফর