নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কোভিড-১৯ সংক্রমণ থেকে সুরক্ষায় ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে নাসিক সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের স্কুল স্কুলে এ টিকা কার্যক্রম শুরু হয়েছে।
করোনার টিকা নেওয়ার পর প্রাপ্তবয়স্কদের অনেকে জ্বর ও শরীর ব্যথায় ভুগেছিলেন। তাই ৫-১১ বছর বয়সি শিশুদের ক্ষেত্রে করোনার টিকা কোনো স্বাস্থ্যঝুঁকি তৈরি করবে কি না অথবা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করবে কি না, সেটি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেক অভিভাবক। এই দুশ্চিন্তার কারণে অনেক অভিভাবক টিকা দিচ্ছেন না শিশুদের।
তবে চিকিৎসকরা বলছেন, করোনা টিকায় শিশুদের তেমন কোনো স্বাস্থ্যঝুঁকি নেই। হালকা জ্বর ছাড়া তেমন কোনো সমস্যা হবে না বাচ্চাদের।
খাদিজা নামে এক অভিভাবক জানান, করোনা টিকা দেওয়ার পর আমাদের অনেকের জ্বর ও প্রচণ্ড শরীর ব্যথ্যা হয়। এই টিকা দেওয়ার পর আমার নিজেরও শরীরে দুর্বল হয়ে পড়ে।
তিনি আরো বলেন, এমনিতেই আমার বাচ্চার জ্বর লেগেই থাকে। তাই এই অবস্থায় আমি আমার বাচ্চাকে টিকা দেওয়াব না।
এ বিষয়ে একাধিক ডাক্তারের সাথে কথা হলে তারা জানান, দেশে পরীক্ষামূলকভাবে যেসব শিশুকে এ টিকা দেওয়া হয়েছে, তাদের কোনো সমস্যা হয়নি। সুতরাং করোনা টিকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি নেই। একটু জ্বর আসতে পারে। এটা স্বাভাবিক এতে ভয় পাওয়ার কিছু নেই।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ইপিআই তত্ত্বাবধায়ক এসএম নাসির জানান, সিদ্ধিরগঞ্জে আমরা মোট ২৬০ স্কুলে টিকা দিব। আজকে আমরা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্কুলে মোট ৪৮২২টি টিকা বাচ্চাদেরকে দিয়েছি। এই মাসের ২৮ তারিখ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন