সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। একইসঙ্গে গত ৯ সেপ্টেম্বর শাহবাগ মোড়ে অবরোধের সময় চাকরিপ্রত্যাশীদের ওপর পুলিশ হামলা চালানোর বিচার দাবি করেছেন তারা।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। এ বিষয়ে তারা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে স্মারকলিপিও পাঠিয়েছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ৩৫ প্রত্যাশী যুব প্রজন্মের মো. তানভীর হোসেন, সানিয়া সুমি, আসিফ হাসান, রাজ্জাক হাবিব, রবিউল বনি, রেজোয়ানা সুলতানা, সঞ্জয় সরকার, আব্দুল গাফফার, মর্তুজা হাসান, শ্রীসান মিঠু, পিন্টু সরকার, জহিরুল জনি, কিশোর সাহা, শাওন সোমা, তাসলিমা লিমা, আনোয়ার জনি, রাহান মাসুদ, কামরুল হাসান, পার্থ পাল, ফারহা জুবায়ের, মোশারফ পাঠান, মুক্তা সুলতানা, তুফায়েল আহম্মেদ, জোবায়েদ মোল্লা, সোহেল শেখ, এম রাজন, মো. বোরহান প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ