রাজধানীর রামপুরায় অভিযান চালিয়ে অবৈধ গ্যস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস। এ সময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারসহ একাধিক অপরাধে ৭ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। এছাড়া ৩ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রামপুরার ওয়াপদা রোড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ঢাকা জেলা প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরজিতা হাসান। অপরদিকে তিতাস গ্যাসের পক্ষে ছিলেন ঢাকা মেট্রো -৩ এর ব্যবস্থাপক মো. মাহফুজুল সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা।
এ বিষয়ে তিতাস গ্যাসের কর্মকর্তা মো. মাহফুজুল সিদ্দিক জানান, ওয়াপদা রোডে মোট ৭টি স্থানে অভিযান চালানো হয়েছে। এ অভিযানে ৭টি রাইজার কাটা হয়েছে (লাইন বিচ্ছিন্ন করা হয়েছে)। এর মধ্যে তিনটি লাইন ছিল পুরোপুরি অবৈধ। তার মধ্যে একটি লাইন ছিল জাহঙ্গীর বস্তি নামে এক বস্তিতে। যেখানে তিনটি বড় রান্না ঘরে ৮টি ডাবল বার্নার ব্যবহার করা হচ্ছিল। এছাড়াও বাকি চারটি লাইনের অনুমোদন থাকলেও তারা অতিরিক্ত চুলা ব্যবহার করছিলেন। এদের সবাইকে বিভিন্ন অংকে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল