রংপুরে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিদর্শন প্রতিনিধি দলের সাথে রংপুর জেলা শাখা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ হিতৈষী সংঘ কেন্দ্রীয় কমিটি মহাসচিব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমীর হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, কার্যনির্বাহী সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মাজেদ, জীবন সদস্য, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুল, মো: মতিয়ার রহমান, হাজী মো: আতিয়ার রহমান, মো: ফজলুল হক, আলহাজ্ব মো: আজিজুল ইসলাম, ওয়াজেদ আলী সরকার, আইয়ুব আলী সরকার, আলহাজ্ব মো: মোস্তাফিজার রহমানসহ জেলা কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা।
বিডি প্রতিদিন/হিমেল