রাজশাহীতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ২০২১-২০২২ অর্থ বছরে সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য বরাদ্দ ৯৩টি সংগঠনের মাঝে ১৯ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোসা. হাসিনা মমতাজ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বেচ্ছাসেবী সংগঠনের আইকন হিসেবে উল্লেখ করে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, বঙ্গবন্ধু কন্যা স্বেচ্ছাসেবী সংগঠনের অনুপ্রেরণার উৎস। তার বিচক্ষণ ও দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সংকট সফলভাবে মোকাবেলা করেছে। যা প্রধানমন্ত্রীকে বিশ্বব্যাপী আদর্শ পথিকৃৎ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
জেলা প্রশাসক আরও বলেন, দেশের উন্নয়নের মূল স্রোতধারায় স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্পৃক্ত করা প্রয়োজন। সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও সমাজ কল্যাণ পরিষদের তহবিল থেকে ২০২১-২০২২ অর্থ বছরের জন্য নির্বাচিত ৯৩টি স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুদান দেওয়া হচ্ছে। এ অর্থ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রমকে আরো গতিশীল করবে এবং সেচ্ছাসেবী বান্ধব সমাজ বিনির্মাণে সহায়তা করবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন