ইয়াবা ও গুলিসহ খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্য মেহেদী হাসানসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২১ সেপ্টেম্বর) তাদের কৃষ্ণনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া অপরজন হলেন হুমায়ুন কবির। তিনি কৃষ্ণনগর এলাকার বাসিন্দা।
তাদের বিরুদ্ধে লবণচরা থানায় মামলা হয়েছে। লবণচরা থানার ইন্সপেক্টর (তদন্ত) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সদস্যরা কৃষ্ণনগর এলাকায় হুমায়ুন কবিরের বাসায় অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্য মেহেদী হাসান ওই বাসায় অবস্থান করছিলেন। র্যাব সদস্যরা মেহেদীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। পরে হুমায়ুন কবিরের কাছ থেকে আরও ১০০ পিস ইয়াবা ও একটি গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে র্যাব কর্মকর্তা বজলুর রশীদ বাদী হয়ে থানায় মামলা করেন।
তদন্ত কর্মকর্তা লবণচরা থানা পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান বলেন, মামলার পর দু’জনকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর