নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রূপালী আক্তার (৩০) নামে এক গৃহবধূর বিরুদ্ধে পরকীয়ায় করার অভিযোগে আদালতে মামলা করেছে স্বামী। মামলায় ওই গৃহবধূর মা ও বাবাকেও আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি জানান, গত ৬ সেপ্টেম্বর আমলী আদালতে সিআর মামলার আবেদন করেন আল আমিন নামে এক ব্যক্তি। মামলা তিনি তার স্ত্রী রূপালী আক্তার, তার শ্বশুর শহিদুল্লাহ ও তার শাশুড়ি রুবি বেগমকে আসামি করেছেন। আদালত মামলার আবেদন গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলায় বলা হয়, ২০১৯ সালে রূপালী আক্তারকে বিয়ে করেন আল আমিন। ওই সময় কাবিন নামা দেয়া হয় পাঁচ লাখ টাকা। কিন্তু বিয়ের পর থেকে রূপালী আক্তার তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যেতেন না। তার খরচের জন্য মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা নিতেন। হঠাৎ স্বামী আল আমিন জানতে পারেন তিনি বাড়িতে না থাকলে রুপালী বিভিন্ন ব্যক্তির সাথে পরকীয়ায় করেন। বিষয়টি জানাজানি হলে শ্বশুর-শাশুড়িকে জানালে প্রাথমিকভাবে সংশোধন হতে বলেন। কিন্তু তাতেও কাজ হয়নি এরপর থেকে প্রায় সময় কাউকে কিছু না বলে ২ থেকে চার দিনের জন্য বাড়ি থেকে বেড়িয়ে যেতেন ওই গৃহবধূ। বন্ধ রাখতেন মোবাইল ফোন। বিষয়টি তার বাবা-মা জানলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
মামলা আরও বলা হয়, এর আগেও ওই নারী আরও দুইটি বিয়ে করেন। তার এক স্বামীর নাম সোলেমান মিয়া ও আরেক জনের নাম লিটন। ওই স্বামীদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। তৃতীয় জনকে বিয়ে করার সময় আগের দুই স্বামীর পরিচয় গোপন রেখে নিজেকে বিধবা পরিচয় দিয়ে বিয়ে করেন।
পরবর্তীতে স্বামী আল আমিনের কাছ থেকে ধারের অজুহাতে সাড়ে চার লাখ টাকা নিয়ে তাদের বাড়ির কাজ করে। গত ৫ জুলাই বাদীর ঘর থেকে স্বর্ণালঙ্কার ও ল্যাপটপ দিয়ে পালিয়ে যায়। এরপর তার মোবাইল বন্ধ রাখে। পরে তাদের বাড়িতে গেলে উল্টে আল আমিনকে মামলার হুমকি দেয়।
সোনারগাঁও থানার (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, নারায়ণগঞ্জ কোর্টে পরকীয়ার একটি মামলা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর