রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ রেলগেট এলাকায় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন শামসুল আলম (৪০) নামের এক পুলিশ সদস্য।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় বলাকা বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন পুলিশের এক সদস্য। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল হিসেবে কর্মরত আছেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ