কোনো ধরনের নোটিশ ছাড়াই বরিশাল নগরীর সকল সড়ক বাতি ও পানির পাম্পের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করাকে ষড়যন্ত্রকে বলছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। দেশের অন্যান্য সিটি করপোরেশনের কাছে কোটি কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকলেও শুধুমাত্র বরিশাল সিটি করপোরেশন এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে নগরবাসীর কাছে হেয়প্রতিপন্ন করা হয়েছে বলে তিনি দাবী করেন।
বুধবার রাত ৮টার দিকে নগরীর কালী বাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এক সংবাদ সম্মেলনে আরও বলেন, গত ১৫ সেপ্টেম্বরও বকেয়া ৭৮ লাখ টাকার বিদ্যুত বিল পরিশোধ করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগ কখনও ৫৯ কোটি আবার কখনও ৫৭ কোটি টাকা পাবার কথা বলে। তারা মনগড়া হিসাব করছে। সিটি করপোরেশেনের সাথে বসে কাগজপত্র যাচাই করে বিদ্যুত বিল নির্ধারণ করলে সেটি যৌক্তিক হতো। মোট পাওনা বিলের মধ্যে চতুর্থ পরিষদের আমলে বকেয়া হয়েছে ১৫ কোটি টাকা। বাকী বকেয়া অন্যান্য মেয়রের আমলে।
তিনি আরও বলেন, নিজস্ব রাজস্ব আয়ে নগরীতে ৬০ কোটি টাকায় টেকসই সড়ক নির্মান করা হয়েছে। সরকারি অনুদান কিংবা প্রকল্প থাকলে সেই টাকায় উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে নিজস্ব রাজস্ব দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করা যেত।
নিজস্ব তহবিল দিয়ে এই বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা দূরুহ হয়ে পড়েছে। বিষয়টি জেলা আওয়ামী লীগ সভাপতি পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও নিরীক্ষা কমিটির সভাপতি (মন্ত্রী মর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ এমপিকে জানানো হয়েছে। তিনি বিষয়টি সমাধান করে দেয়ার আশ্বাস দিয়েছেন।
দেশের সব সিটি করপোরেশনের কাছে কোটি কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকলেও শুধুমাত্র বরিশাল সিটি করপোরেশন এলাকার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে নির্বাচনের পূর্বে তাকে বিব্রত করা হয়েছে বলে মেয়র দাবি করেন।
সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, প্যানেল মেয়র-১ গাজী নঈমুল হোসেন লিটু এবং প্যানেল মেয়র-২ রফিকুল ইসলাম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বকেয়া পাওনার কারন দেখিয়ে গত সোম ও মঙ্গলবার রাতে নগরীর সব সড়ক বাতি ও ১১টি পানির পাম্পের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার অীভযোগ করা হয়েছে সিটি করপোরেশন থেকে। তবে বিদ্যুৎ বিভাগ বলেছে বকেয়া পাওনা থাকায় তারা সড়ক বাতির ১৪টি লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পানির পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।
বিডি প্রতিদিন/এএ