রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি স্বর্ণের দোকানে চুরি হয়েছে। চাঁদনি চক সেন্ট্রাল এসি মার্কেটে সততা জুয়েলার্স নামে ওই দোকান থেকে চক্রটি ১৫ লাখ টাকা মূল্যের ২০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে। গতকাল জুয়েলার্সের কর্ণধার স্বপন চৌধুরী এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘ধারণা করছি ডুপ্লিকেট চাবি দিয়ে দোকান খুলে চোর চক্র ভেতরে প্রবেশ করে। দোকানের সামনে তাদের পায়ের ছাপ দেখা গেছে।’
তিনি বলেন, ‘সোমবার রাত ৮টায় দোকান বন্ধ করি। মঙ্গলবার মার্কেট সাপ্তাহিক বন্ধ থাকে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে দোকান খোলা হয়। পরে চুরির বিষয়টি টের পাই। তালা যেমন লাগিয়েছিলাম তেমনই রয়েছে। মার্কেটটি সিসিটিভির আওতায় রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ও চাঁদনি চক বিজনেস ফোরামকে জানানো হয়েছে।’ তিনি জানান, এর আগেও ১২ সেপ্টেম্বর দোকান বন্ধ করে ১৫ সেপ্টেম্বর খোলা হয়। তখনো দুটি চেইন চুরি হয়েছিল।