রাজধানী ঢাকায় ১৫টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ওই চোর চক্রের সদস্যদের আটক করেছে ডিবি উত্তরা বিভাগ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ