নির্বাচিত কমিটির সত্যায়িত কপি দেওয়ার দাবিতে শ্রমভবন ঘেরাও করেছেন পরিবহন শ্রমিকরা।
বৃহস্পতিবার দুপুরে বিজয়নগরস্থ শ্রমভবনের সামনে ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ ১৭৭৬) নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
এ সময় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী ও ঢাকা বিভাগের পরিচালক আবু আশরিফ মাহমুদ ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে কথা বলেন। তারা শ্রমিক নেতৃবৃন্দকে দাবির ব্যাপারে আশ্বস্ত করলে এ কর্মসূচি প্রত্যাহার করা হয়।
এর আগে ফুলবাড়িয়া টামির্নালসহ ঢাকা জেলার বিভিন্ন স্থানের পরিবহন শ্রমিকরা এ কর্মসূচিতে যোগ দেন। শ্রমভবনের সামনে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, কার্যকরী সভাপতি মাহবুব আলম, সহসভাপতি আমির হোসেন, মোজাম্মেল হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ মানিক ও সাংগঠনিক সম্পাদক রাজন আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, বার্ষিক সাধারণ সভার মাধ্যমে কমিটি নির্বাচিত হলেও শ্রম ভবন থেকে কমিটির সত্যায়িত কপি না দেওয়ায় ঢাকার বিভিন্ন টার্মিনালে নৈরাজ্য চলছে। যে যার মত করে পরিবহন শ্রমিকদেরকে বঞ্চিত ও নির্যাতন করছে। তাই নির্বাচিত কমিটির কর্মকর্তা হিসাবে আমরাও বসে থাকতে পারি না। শ্রম ভবন থেকে কমিটির সত্যায়িত কপি দেওয়া না হলে শ্রমিকদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেন তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন