বিভিন্ন জাল সনদ ও তা তৈরির সরঞ্জামাদিসহ মো. আব্দুর রহমান (৩৪) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
অভিযানকালে আব্দুর রহমানের কাছ থেকে ১টি ভুয়া এসএসসি সার্টিফিকেট, ৩টি ভুয়া জন্মসনদ, ১টি ভুয়া এনআইডি কার্ড, ১টি কম্পিউটার হার্ডডিক্স, ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি প্রিন্টার, ১টি কী-বোর্ড, ১টি মাউস ও ৫টি পাওয়ার ক্যাবল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জনায় র্যাব। এর আগে, বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আব্দুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করছিলেন।
গ্রেফতার আব্দুর রহমান টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, বিভিন্ন ধরনের জাল দলিল তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকাণ্ড চালাচ্ছিলেন বলে জানায় র্যাব। আব্দুর রহমানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ