বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের ১০ দফা দাবি বাস্তবায়ন ও আগামী ২৩ অক্টোবর সারাদেশে লাগাতার কর্মবিরতি সফল করার লক্ষ্যে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জের এসওরোড মেঘনা ডিপোর সামনে বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন রেজি নং বি-১৭৫৩ গোদনাইল পদ্মা ও মেঘনা ডিপো শাখার উদ্যোগে এ বিক্ষোভ সভার আয়োজন করা হয়। এসময় শ্রমিক নেতৃবৃন্দ মেঘনা ডিপোর সামনে হতে স্লোগান সহকারে বিক্ষোভ মিছিল নিয়ে আদমজী চাষাড়া সড়ক প্রদক্ষিণ করে পদ্মা ডিপো ডিপোর সামনে গিয়ে শেষ হয়। এসময় পদ্মা ডিপোর সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের গোদনাইল মেঘনা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী জাহিদ হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা ডিপো শাখার সাধারণ সম্পাদক হাজী ফারুক হোসেন, গোদনাইল মেঘনা ডিপো শাখার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য এ.আর মহসীন ও মন্ডল মহিউদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা দেশের ট্যাংকলরি শ্রমিকদের নানা সমস্যা নিয়ে বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন যে ১০ দফা দাবি সরকারের কাছে পেশ করেছে তা মেনে নেয়ার দাবি জানান। ট্যাঙ্কলরি শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী, নিয়োগপত্র ও বেতন ভাতা, ট্যাঙ্কলরি শিল্পের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন, ৫ লাখ টাকা দুর্ঘটনা বীমা পূর্বের সিদ্ধান্ত বাস্তবায়ন, ট্যাঙ্কলরি শ্রমিকদের সহজ শর্তে ভারি ড্রাইভিং লাইসেন্স প্রদান, সারাদেশের তেলের ডিপো সাথে শ্রমিক বিশ্রামাগার, শৌচাগার ও ট্যাংকলরি টার্মিনাল নির্মাণের দাবি বাস্তবায়ন, রাস্তায় যত্রতত্র ট্যাংকলরি থামিয়ে পুলিশি হয়রানি বন্ধ, ট্যাংকলরি শ্রমিকদের জন্য শ্রমিক ফান্ড কার্যকর করা, ট্যাঙ্কলরি শিল্পে অন্য শিল্পের শ্রমিকদের অনুপ্রবেশ বন্ধ করা, ট্যাঙ্কলরি শিল্পে অন্য শিল্পের শ্রমিকদের অনুপ্রবেশ বন্ধ করা, শ্রম আইন ২০০৬ এর ১৭৯ (৫) ধারা সংশোধন করে শুধুমাত্র "দাহ্য পদার্থ বাহি ট্যাংকলরীর ক্ষেত্রে" একই প্রতিষ্ঠানে একটির বেশি ইউনিয়ন গঠন করা যাবে না মর্মে সংশোধন করাসহ ১০দফা দাবি বাস্তবায়নের কথা উল্লেখ করেন ঐ সভায়।
দাবিগুলো বাস্তবায়নের দাবিতে আগামী ২৩ অক্টোবর রবিবার সকাল ৬টা থেকে সারা দেশব্যাপী সকল ডিপোতে অবিরাম কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/আরাফাত