যাত্রীবাহী বাসের চাকা বিস্ফোরণের পর আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছে। চিটাগাং রোডের বড় ব্রিজের ঢালে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
কুমিল্লার হোমনা থেকে মুন্সিগঞ্জের ভবেরচর হয়ে ঢাকাগামী বাসটির যাত্রী ছিলেন তিনি। মৃত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন চিকিৎসক।
পুলিশ জানায়, আহতদের মধ্যে একটি পিকআপে পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে তাদের মধ্যে ওই বয়স্ক ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের প্রধান (পরিদর্শক) বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহতরা এখন পর্যন্ত মোটামুটি ভালো আছে। তাদের চিকিৎসা চলছে। নিহতের নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক