রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে ধনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই মো. শফিক বলেন, আমার ভাই রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে যাত্রী পরিবহন করতেন। একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন