সড়ক-মহাসড়কে অবৈধ নসিমন, করিমন, মাহেন্দ্র, ইজিবাইক চলাচল বন্ধ ও যত্রতত্র বিআরটিসি’র বাস কাউন্টার বন্ধের দাবিতে খুলনায় দুই দিনের বাস ধর্মঘট শুরু হয়েছে।
হঠাৎ বাস ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দূর-দূরান্ত থেকে সোনাডাঙ্গা বাস স্টেশনে এসে যাত্রীরা কোনো গন্তব্যে পৌঁছানোর বাস না পেয়ে ফিরে যাচ্ছেন।
শুক্রবার সকাল থেকে একই সাথে খুলনার সাথে ১৮টি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।
জানা যায়, খুলনা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতি এ ধর্মঘট আহ্বান করে। খুলনা জেলা মোটর বাস শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচিতে সমর্থন দিয়েছে।
তবে বিএনপি নেতারা বলছেন, খুলনায় বিএনপির আগামীকালের (২২ অক্টোবর) বিভাগীয় সমাবেশে নেতাকর্মীদের আসতে বাধা দেয়ার জন্য হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করা হয়েছে।
বিএনপির সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবহন বন্ধ করে, পুলিশকে অসৎভাবে ব্যবহার করে বা ভয় দেখিয়ে জনতার আন্দোলনকে দমন করা যাবে না।
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যে কোনো পরিস্থিতিতে খুলনার সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে কেন্দ্র করে যে জনউৎসাহ তৈরি হয়েছে, তাকে প্রতিহত করা যাবে না।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন