রাজধানীর কোতোয়ালি থানার মালিটোলা এলাকায় পানির মোটর পাম্প ছাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৪টায় মৃত ঘোষণা করেন।
নিহতের নাম মো. আশিক (১৩)। সে ওই ভবনে ব্যাগ তৈরির কারখানায় কাজ করত। ওই ভবনেই থাকত। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার গোইন্নক গ্রামে।
তাকে উদ্ধার করে নিয়ে আসা আব্দুস সালাম বলেন, দুপুরে ভাত খাওয়ার পরে পানি না থাকায় সে পানির মোটর পাম্প ছাড়তে নিচে যায়। তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ