খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের একদিন আগেই রাজপথে বড় শোডাউন দিয়েছে মহানগর ও জেলা আওয়ামী লীগ।
শুক্রবার বিকালে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজপথে সন্ত্রাস, নৈরাজ্য জঙ্গিবাদ প্রতিহত করার ঘোষণা দেয়া হয়।
খুলনা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ব্যানারে সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। পরে সমাবেশ স্থল থেকে বিশাল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি যদি কোনো বিশৃঙ্খলা বা অরাজকতা না করে, তাহলে আওয়ামী লীগ বাধা দেবে না। কিন্তু সমাবেশের নামে অরাজকতা করা হলে পাল্টা জবাব দেয়া হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, কোন দলের সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ কর্মকাণ্ড মেনে নেয়া হবে না। এ বিষয়ে রাজনৈতিকভাবে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
এদিকে, নেতাকর্মীদের সতর্ক রাখতে এরইমধ্যে ওয়ার্ড পর্যায়ে সভা সমাবেশ ও শহরে ধারাবাহিক মিছিল কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।
প্রসঙ্গত, খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে আগামীকাল শনিবার (২২ অক্টোবর) খুলনা বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন