‘সমান সুযোগ ও সহায়তা পেলে জেন্ডার নির্বিশেষে যেকোন শিশুই নিজেকে দেখতে পারে যেকোন পেশায়, এবং নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে নিয়ে যেতে পারে দেশকে, আনতে পারে বিশ্বদরবার থেকে সম্মান।’
ঢাকার একটি স্কুলে আয়োজিত জীবনের লক্ষ্য মেলায় এমন কথাই বলে অংশগ্রহণকারী শিশুরা। শুক্রবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি’র তত্ত্বাবধানে রাজধানীর যাত্রাবাড়ি থানার ধলপুর এলাকায় সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয় এই ভিন্নধর্মী মেলার। মেলায় সক্রিয় অংশগ্রহণ করেন মাধ্যমিক থানা শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এসএমসি সদস্য, গণমাধ্যম প্রতিনিধি, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কর্মকর্তাগণ, সুরভি’র সিবিবি প্রকল্পের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অংশীজন।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং স্থানীয় উন্নয়ন সংস্থা সুরভী এই মেলার আয়োজন করে। মেলায় বিভিন্ন স্টল সাজিয়ে শিক্ষার্থীরা উপস্থিত অতিথিদের সামনে নিজেদের জীবনের লক্ষ্য তুলে ধরে। স্টলের পাশাপাশি নিজের জীবনের লক্ষ্য ও স্বপ্ন পূরণে কি করতে হবে এবং কোনো বাঁধার সম্মুখীন হলে কী পদক্ষেপ নিতে হবে তা বিভিন্ন উপকরণ ও উপস্থাপনার মাধ্যমে তুলে ধরে শিক্ষার্থীরা। মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন পেশা যেমন. ডাক্তার, প্রকৌশলী, উকিল, পুলিশ অফিসার, পাইলট, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সমাজকর্মী হয়ে পাশাপাশি একজন সুনাগরিক হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার ইচ্ছা ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/হিমেল