ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে আটকের কথা জানিয়েছে র্যাব। টঙ্গী ও আব্দুল্লাহপুর এলাকায় আজ শুক্রবার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন র্যাব-১এর সদস্যরা।
আটকরা হলেন শরীফ হোসেন (২২), আব্দুল্লাহ বাবু (২৩), মো. শ্যামল হোসেন (২৩), নাছির রাজ (৩০), সাজেদুল আলম শাওন (২১)।
তাদের মধ্যে শরীফ হোসেন ছিনতাই চক্রের মূলহোতা বলে জানিয়েছেন র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নোমান আহমদ।
তিনি বলেন, তাদের কাছ থেকে অর্ধশত চোরাই মোবাইল সেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ