দুপুর ২টায় খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও গতকাল রাত থেকেই লোকে লোকারণ্য হয়ে গেছে সমাবেশস্থল। বিএনপির নেতা-কর্মীদের স্লোগান, মিছিল আর বাদ্যের তালে মুখরিত হয়ে উঠেছে পুরো খুলনা নগরী।
খুলনা রেলস্টেশন, স্টেশন রোড, কেডি ঘোষ রোড, পিকচার প্যালেস মোড়, ডাকবাংলো মোড়, ফেরিঘাট মোড় লোকে লোকারণ্য। সোনালী ব্যাংক চত্বর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে শিববাড়ি মোড় পর্যন্ত নেতা-কর্মীরা অবস্থান করছেন। রাত ১২টার আগেই পূর্ণ হয়ে গেছে বিএনপির সমাবেশস্থলের আশপাশের জায়গা।
চারিদিকে শুধু লোক আর লোক। কেউ বিশ্রাম নিচ্ছেন, কেউ কেউ স্লোগান দিচ্ছেন। আবার অনেকেই গোল হয়ে প্রতিবাদী সংগীত গাইছেন।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, রাত থেকেই লোকে লোকারণ্য সমাবেশস্থল। কয়েক হাজার নেতা-কর্মী ইতিমধ্যে খুলনা নগরীর ডাকবাংলো মোড়, ফেরিঘাট মোড়, খুলনা রেলস্টেশনের আশেপাশে অবস্থান নিয়েছেন। রাতে নেতা-কর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে সমাবেশস্থলে থেকেছেন। কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন। কোনও বাধা আমাদের আটকিয়ে রাখতে পারবে না। খুলনার এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন