রাজধানীর মিরপুর-১০ নম্বর সেক্টরে একটি মার্কেটের দারোয়ানকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় আ. মান্নান মণ্ডল (৩৮) নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মাদবর ম্যানশন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। তিনি ওই মার্কেটটির দারোয়ানের চাকরি করেন। তার মুখমণ্ডল, পেট, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. রিয়াজ নামে এক কসমেটিক ব্যবসায়ী জানান, সন্ধ্যায় মার্কেটের সামনে দাঁড়িয়ে ডিউটি করছিলেন আ. মান্নান মণ্ডল। তখন ২০-২২ বছর বয়সী এক যুবক হঠাৎ এসেই তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এটি দেখে আশপাশের সবাই মিলে ওই যুবককে ধরে ফেলে। আর আহত মান্নানকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, সংবাদ শুনে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেখান থেকে জনগণের হাতে আটক হওয়া অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ