উন্নয়নকাজের প্রভাবে সড়ক সংকুচিত ও খানাখন্দের কারণে ঢাকা থেকে গাজীপুরগামী সড়কে ব্যাপক যানজটের দেখা দিয়েছে। এরফলে বনানী বিমানবন্দর সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। যার প্রভাব পড়ছে নগগরীর অন্যান্য সড়কগুলোতেও।
বুধবার (২৬ অক্টোবর) ভোর থেকেই উত্তরা-আব্দুল্লাহপুর হয়ে গাজীপুরগামী সড়কে যানবাহনের জটলা দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অফিসের সময় শুরু হওয়ার আগেই যানজট বনানী ছাড়িয়ে গেছে। সরজমিনে দেখা গেছে বনানী-বিমানবন্দর রুটে যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। এতে সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েছে মানুষ।
সংশ্লিষ্টরা বলছেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি শুরু হওয়ায় গত দুইদিন সড়কে যানজট ছিল। বুধবার (২৬ অক্টোবর) ভোর থেকেই ময়মনসিংহমুখী সড়কের টঙ্গীর মিলগেট থেকে রাজধানীর বনানী এবং ঢাকামুখী সড়কের টঙ্গী থেকে গাজীপুরের বোর্ডবাজার পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে।
জানা গেছে, বিআরটি প্রকল্পে কাজের কারণে ঢাকার আবদুল্লাহপুর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত সড়ক সংকুচিত হয়ে পড়েছে। এর ওপর বিভিন্ন অংশ খানাখন্দে ভরা। বৃষ্টিতে সেসব খানাখন্দে পানি জমে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক থাকছে না। ধীরগতি থেকে যানবাহনের চাপ বাড়তে বাড়তে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে আর সময়ের সঙ্গে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি।
ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের পরিদর্শক সাজ্জাদ হোসাইন বলেন, গাজীপুর অংশে গাড়ি ঢুকতে পারছে না বললেই চলে। এরফলে সকাল থেকেই যানজট চলে গেছে প্রায় বনানী পর্যন্ত।
বিডি প্রতিদিন/হিমেল