বরিশালে আগামী ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে সমাবেশ এবং লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। বুধবার দুপুর ১২টার দিকে সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ইয়াসিন আলী।
মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জুর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আমিনুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, ভোলা জেলা সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, ঝালকাঠী জেলা সভাপতি শফিকুল ইসলাম লিটন ও পটুয়াখালী জেলা সভাপতি মশিউর রহমান মিলন।
আরও বক্তব্য রাখেন বরগুনা জেলা সভাপতি মো. মনিরুজ্জামান মনির, পিরোজপুর জেলার সিনিয়র সহসভাপতি মো. মজিবর রহমান শেখ, ভোলা জেলার যুগ্ম সম্পাদক মো. জাকির হোসেন রুহেল, ঝালকাঠী জেলার সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন, পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, বরগুনা জেলার সদস্য সচিব মো. নাসির উদ্দিন, পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, বরিশাল জেলার সহসভাপতি আ. মালেকসহ অন্যান্যরা। সমাবেশে ৫ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এর আগে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ইয়াসিন আলী স্থানীয় নেতাদের নিয়ে ৫ নভেম্বরের গণসমাবেশ সফল করার লক্ষ্যে প্রচারপত্র বিলি করেন।
বিডি প্রতিদিন/এমআই