রাজধানীর মোহাম্মদপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতার যুবকের নাম মো. সোহান শিকদার (২৪)। তিনি ঢাকা জেলার সাভার মডেল থানার আলী আকবর শিকদারের ছেলে।
র্যাবের দাবি, মো. সোহান শিকদার পুলিশের পোশাক ব্যবহার ও পুলিশ পরিচয়ে ওই এলাকায় চাঁদাবাজি ও প্রতারণাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
আজ শুক্রবার র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুর থানার হুমায়ুন রোড এলাকায় চাঁদাবাজি করার সময় তাকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে একটি ট্রাকস্যুট (পুলিশ লেখা), একটি মোটরসাইকেল, একটি সোল্ডার লাইট, একটি টর্সলাইট এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সোহান বাংলাদেশ পুলিশের একজন সদস্য বলে র্যাবকে পরিচয় দেন। পরে তিনি চাঁদাবাজির সাথে জড়িত থাকার কথা র্যাবের কাছ স্বীকার করেন।
তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের এবং তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
সূত্র : বাসস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ