রাজধানীর পল্লবীতে বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, ৯৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিরন হোসেন, শাহ্আলী থানা ছাত্রদলের নেতা রায়হান ইসলাম। এছাড়া বাকি দুই বিএনপি কর্মীর বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, নাশকতার দুটি মামলায় তাদেরকে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার আসামিদের রিমান্ড চায়নি পুলিশ। তাদেরকে শুক্রবার (২৮ অক্টোবর) আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ