ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ শনিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য প্রস্তত করা হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলার জন্য পূর্বের নির্ধারিত মাঠটি। দুপুর ২টায় অনুষ্ঠিত হবে সম্মেলন।
সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। উপজেলাগুলোতে বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে এই সম্মেলন ঘিরে।
এর আগে, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
বিডি প্রতিদিন/ফারজানা