‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গাজীপুর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে শনিবার সকালে জেলা পুলিশ লাইনস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা পুলিশ লাইনসে এসে আলোচনা সভায় মিলিত হয়।
গাজীপুরের সুপার কাজী শফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদা শিকদার, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, জয়দেবপুর থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সালাউদ্দিন সরকার প্রমুখ।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে গাজীপুর জেলা হতে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার (সিপিও) হিসেবে কালিয়াকৈর থানার এস আই আজিম হোসেন খান ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ সদস্য হিসেবে জয়দেবপুর থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সালাউদ্দিন সরকারকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
এ সময় গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, চাকরিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই