গাজীপুরের শ্রীপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই শ্লোগানকে সামনে নিয়ে শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়।
শনিবার বেলা ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীপুর মডেল থানার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আনিসুর আশেকীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন, শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ফকির, সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম ভাঙ্গী, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরে আলম মোল্লা, শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সিনিয়র সহ সভাপতি মো. জুলহাস উদ্দিন মাস্টার, শ্রীপুর উপজেলা পরিবহন শ্রমিক কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. আরজু সরকার, শ্রীপুর পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন দিপু, প্রহলাদপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মো. মারুফ আকন্দ প্রমুখ। পরে একটি বর্ণাঢ্য র্যালি শ্রীপুরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এমআই