বরিশালে বিশাল বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। ‘পুলিশ জনতা, জনতাই পুলিশ-কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ স্লোগান নিয়ে শনিবার সকাল ১১টায় মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক হয়ে বান্দ রোডের শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে এ উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশিষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, বিভাগীয় কমিশনার আমিন-উল আহসান ও অতিরিক্ত পুলিশ কমিশনার সঞ্জয় কুমার কুন্ডু।
বক্তারা সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে বেশি বেশি তথ্য দিয়ে সহযোগিতা এবং আরও স্বচ্ছতা ও জবাবদিহীতার মাধ্যমে কমিউনিটি পুলিশিংয়ে কার্যক্রম জনবান্ধব করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আরাফাত