রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে জাহিদুল ইসলাম (১৯) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকা উদ্যান এলাকার ৪ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। জাহিদুল বরিশাল জেলার মুলাদী উপজেলার মো. নুরুল ইসলামের ছেলে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনটিতে সেফটিনেট ছাড়াই নির্মাণ কাজ চলছে। স্থানীয়রা এ বিষয়ে বারবার অভিযোগ করলেও ভবনের মালিক কারও কোনো কথা না শুনে জোর করে প্রভাব খাটিয়েই সেফটিনেট ছাড়া কাজ করে যাচ্ছিলেন। বিকেলে ভবনটির ৬ তলায় কাজ করার সময় নিচে একটি ইট পড়ে যায়। এ সময় নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় মাথায় ইট পড়ে গুরুতর আহত হয় জাহিদুল। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আমরা ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। আপাতত মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে আমরা পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করব। তার আত্মীয়স্বজনদের খবর দিয়েছি। তারা আসলে এ ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।
বিডি-প্রতিদিন/আ. তাফ