নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার গোবিন্দপুর এলাকা থেকে দুর্ধর্ষ মোটরসাইকেল চোর মো. জসীম ও তার চার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজারের মো. জাহাঙ্গিরের ছেলে মো. হারুন (২৮), একই এলাকার প্রফুল্ল বিশ্বাসের ছেলে আশিক বিশ্বাস (১৯), কামাল হোসেনের ছেলে রাজীব (২০) ও দুলালের ছেলে মহসীন (২০)।
গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ডিএমপির মিরপুর মডেল থানাধীন পাইকপাড়া বটতলা ২২৬ নম্বর বাসার নিচতলার গ্যারেজ থেকে রাত ১২টা থেকে ৪টার মধ্যে দুটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা হলে তদন্তকালে তদন্তকারী অফিসার মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. খোকন মিয়া ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঢাকার দুর্ধর্ষ মোটরসাইকেল চোর মো. জসিম ওরফে বাইক জসিম ওরফে সোহাগকে গ্রেফতার করেন।শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁ থানার মহজনপুর, গোবিন্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঢাকার শীর্ষ মোটরসাইকেল চোর এবং মাদারীপুর শিবচরের মো. ছোবহান বেপারি ওরফে আলীম উদ্দিনের ছেলে। গত ১০ বছরে জসিম চুরি করেছে পাঁচ শতাধিক মোটরসাইকেল। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। গ্রেফতারের পর জসিমকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশি।
রিমান্ডে তার দেয়া তথ্যমতে সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর বাজার সংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশে হারুনের গ্যারেজ থেকে চোরাই ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত আরও চারজনকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ