২৯ জানুয়ারি, ২০২৩ ২১:১১

অগ্নিকাণ্ডে বাবা-মা হারানো ভাই-বোনের পাশে আজমেরী ওসমান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

অগ্নিকাণ্ডে বাবা-মা হারানো ভাই-বোনের পাশে আজমেরী ওসমান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকায় গ্যাস বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় বাবা-মা হারানো অসহায় ভাই-বোনের পাশে দাঁড়িয়েছেন আজমেরী ওসমান। রবিবার (২৯ জানুয়ারী) বিকালে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়। অগ্নিকাণ্ডে আহত বোন জয়া আক্তার (১৩) ও ভাই জুনায়েদ (৭) এর নানা আবদুল রব মিয়া নগদ ১ লাখ টাকা গ্রহণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন গোদনাইল ধনকুন্ডা জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল হক নেমানী, গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাজাহান ভূঁইয়া জুলহাস, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা  যুবলীগ নেতা কাজী আমির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর মোল্লা, যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মহাম, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ মোল্লা ও বীর মুক্তিযোদ্ধা হাসান ভান্ডারী প্রমূখ।

পরে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

উল্লেখ্য যে, গত ৫ ডিসেম্বর ভোর সাড়ে পাঁচ টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনুকুন্ডা এলাকার নাজমুল মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় ফ্ল্যাটে জমাট গ্যাসের বিষ্ফোরণে একই পরিবারের মো. জসিম উদ্দিন (৪৫), তার স্ত্রী গৃহবধূ আফরোজা আক্তার (৩৮), মেয়ে জয়া আক্তার (১৩) ও শিশু ছেলে জুনায়েদসহ (৭) চার জন দগ্ধ হন। পরে ৭ ও ৯ ডিসেম্বর রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ আফরোজা আক্তার ও স্বামী মো. জসিম উদ্দিন মারা যায়। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর