২৯ জানুয়ারি, ২০২৩ ২৩:১০

বিএনপির প্রমাণ পেলে চাকরি হয় না, ডিএনএ টেস্ট হয় : ফখরুল

অনলাইন ডেস্ক

বিএনপির প্রমাণ পেলে চাকরি হয় না, ডিএনএ টেস্ট হয় : ফখরুল

সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘জাতি পুরোপুরি বিভাজন হয়ে গেছে। এখন বিরোধী দলের নেতাকর্মীদের, বিএনপির নেতাকর্মীদের কোথাও চাকরি হয় না। চাকরিতে ডিএনএ টেস্ট হয়। বিএনপির প্রমাণ পেলে চাকরি হয় না।’

তিনি বলেন, ‘দেশ কারো ব্যক্তি সম্পত্তি নয়। এটা মানুষের সম্পত্তি। এ দেশের মানুষ এটার জন্য লড়াই করেছে। এখানে যা ইচ্ছা তাই করে কেউ পার পেয়ে যাবে, চলে যাবে; তা হতে পারে না। আমাদেরকে সেখানে রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে।’

রবিবার বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। ফখরুল বলেন, ‘এ দেশে আমি আইনের শাসন সবসময় বলি না, আমি যেটা বলি- সত্যিকার অর্থে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য; জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এ দেশটা আমাদের। এ দেশে গণতন্ত্র আমরা নিয়ে এসেছি, আমাদেরকে গণতন্ত্র রক্ষা করতে হবে, আমরা স্বাধীনতা নিয়ে এসেছি, সেই স্বাধীনতা আমাদেরকেই রক্ষা করতে হবে। এই দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান আমাদেরকেই উন্নত করতে হবে।’

এসময় আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ওপরে দেশের জাতির অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা। এই বাংলাদেশেই বহু আইনজীবী আছেন, যারা অবস্থার পরিবর্তন করেছেন, সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন।’

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর