বরিশালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বিডি প্রতিদিন/এএ