নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল থেকে চুরি হওয়া একটি গাড়ি গোলাকান্দাইল চৌরাস্তা থেকে উদ্ধার করছে ভুলতা ফাঁড়ির পুলিশ।
মঙ্গলবার সকালে রূপগঞ্জ থানার গোলাকান্দাইল চৌরাস্তায় লোকজন পরিত্যক্ত অবস্থায় গাড়িটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে গাড়িটি উদ্ধার করে।
এ বিষয়ে ভুলতা ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উত্তম কুমার জানান, বিভিন্ন উপায় খোঁজ-খবর নিয়ে গাড়ির মালিককে খবর দেয়া হয়েছে।
জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রূপগঞ্জ উপশহর পূর্বাচলের ফারুক মার্কেট এলাকা থেকে গাড়িটি চুরি হয়। এ ঘটনায় গাড়ির মালিক রূপগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/এমআই