১ মার্চ, ২০২৩ ২১:৩০

ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

অনলাইন ডেস্ক

ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আব্দুল্লাহ আল মামুন (৬৩) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (০১ মার্চ) দুপুরের দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল্লাহ আল মামুনের বাবার নাম মৃত মোকছেদ আলী।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ।

কারারক্ষীদের বরাত দিয়ে তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে বন্দী ছিলেন ওই ব্যক্তি। অসুস্থতার জন্য মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তাকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর