রাজধানীর গোপিবাগে রিকশার গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সার্ভিস সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে বুধবার রাত সোয়া ১১টায় এই আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ হতাহত হননি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ