১৯ এপ্রিল, ২০২৩ ২১:৪৭

রাজশাহীতে দুইটি ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে দুইটি ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মিন্টু চত্বর ও বিনোদপুর মোড়ে দুইটি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার বিকাল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে আলাদা দুটি অনুষ্ঠানে এই দুইটি ফ্লাইওভারের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে নগরীর ৫টি জনগুরুত্বপূর্ণ স্থানে ২৭ কোটি ৯১ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে ৫টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণ হতে যাচ্ছে।

স্থানগুলো হলো-সাহেববাজার জিরোপয়েন্ট, মিন্টু চত্বর, পলিটেকনিক মোড়, তালাইমারী মোড় ও বিনোদপুর মোড়। এছাড়া দ্বিতীয় পর্যায়ে আরও ৫টি গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণে ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।

ফুটওভার ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পে ১০টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণের অনুমোদন আছে। প্রথম পর্যায়ে ৫টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এগুলো দুই/তিন মাসে নির্মাণ কাজ সম্পন্ন হবে। এরপর আরও ৫টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। নাগরিকদের স্বাচ্ছন্দ্যে রাস্তা পারাপার ও দুর্ঘটনা রোধে ফুটওভারগুলো নির্মাণ করা হচ্ছে। পরে এলজিইডি আরও ১০টি ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা করছে।

ফুটওভার ব্রিজগুলোতে ব্যানার-পোস্টার না লাগানোর আহ্বান জানিয়ে রাসিক মেয়র বলেন, সুন্দর পরিচ্ছন্ন শহর রাজশাহীবাসীর প্রতি আমার অনুরোধ, ফুটওভার ব্রিজে ব্যানার, ফেস্টুন অথবা কোনো পোস্টার লাগিয়ে এর সৌন্দর্য যেন নষ্ট না করি।

উদ্বোধনকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুজ্জামান, শহিদুল ইসলাম পিন্টু, প্রকল্প পরিচালক ও রাসিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর