রাজধানীর নিউমার্কেট থানার টিচার্স ট্রেনিং কলেজে আম পাড়তে গিয়ে চান্নু বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই কলেজের গাড়িচালক ছিলেন।
শুক্রবার (১২ মে) সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্নু বিশ্বাসের স্ত্রী নার্গিস আক্তার বলেন, আমার স্বামী কলেজের ভেতরে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুতের লাইনের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি নিউমার্কেট থানাকে জানিয়েছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ