২৮ মে, ২০২৩ ২১:১৮

রমেক হাসপাতালের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রমেক হাসপাতালের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা’র ফাঁসি ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। রবিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগ ও ইন্টার্ণ চিকিৎসক পরিষদের উদ্যোগে মেডিকেল কলেজ চত্বরে এই সমাবেশ অনষ্ঠিত হয়।  

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক, বিএমএ নেতা ডা. দেলোয়ার হোসেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটের চিকিৎসক বিএমএ নেতা ডা. জামাল উদ্দিন মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোতয়ালী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী বিপ্লব, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সরোয়াত হোসেন চন্দন, ডা. সূজা উদ্দৌলা মহানগর আওয়ামী লীগের সদস্য শামীম তালুকদার, রফিকুল ইসলাম, ইমাদ উদ্দিন।

সমাবেশে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যখন দেশ এগিয়ে চলেছে তখন জামায়াত-বিএনপি এই উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। আমরা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের ফাঁসি দাবি করছি।   

তিনি আরও বলেন, দালালদের কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনরা সরকারী সেবা পাচ্ছে না। তারা ক্লিনিকগুলোতে রোগীদের ভাগিয়ে নিয়ে যাচ্ছে। সিন্ডিকেটের কারণে হাসপাতালে উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। হাসপাতাল প্রশাসন যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন না করে তবে মহানগর আওয়ামী লীগ মেডিকেলে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর