নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিকশা তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ৩ শ্রমিক ও পথচারীসহ ১০ জন দগ্ধ হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার কাশিপুর দেওয়ান বাড়ি এলাকা এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বিস্ফোরণে পিলার দিয়ে তোলা দোতলার চারপাশের উড়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, কাশিপুরের দেওয়ান বাড়ি মুসকানি মোটরসে নতুন অটোরিকশা তৈরি করা হয়। রিকশার ব্যাটারিতে কেমিক্যালে আগুন ধরে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে মুহূর্তের মধ্যে পুরো কারখানায় বিস্ফোরণ ঘটে। একই সাথে পাশাপাশি রফরফ মোটরস নামে আরেকটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিস বলছে, ব্যাটারির কেমিক্যাল ও ভেতরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এমনটা ঘটতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার উপ পরিদর্শক মফিজুল ইসলাম জানান, বিস্ফোরণে কারখানা চুরমার হয়ে গেছে। এতে কমপক্ষে সাতজন আহত হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত