২৯ জুলাই, ২০২৩ ১৪:৫২

স্বর্ণের বার সদৃশ বস্তু দেখিয়ে প্রতারণা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

স্বর্ণের বার সদৃশ বস্তু দেখিয়ে প্রতারণা, আটক ৪

আটক ব্যক্তিরা

বরিশালে স্বর্ণের বার সদৃশ বস্তু দেখিয়ে প্রতারণার অভিযোগে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়। শনিবার বিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন-বেল্লাল শিকদার (২৯), মিজানুর রহমান টেনু (৪৫), অপু ওরফে মঙ্গল বল্লভ (৪৫) ও কাওসার হাওলাদার (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণের বার সদৃশ বস্তু এবং বস্তুর সঙ্গে চিঠি দেখিয়ে পশ্চিম কাউনিয়ার মরকখোলা পোল এলাকায় জনসাধারণের সঙ্গে প্রতারণার অভিযোগে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা একটি মুঠোফোন, প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মুঠোফোন এবং স্বর্ণের বার সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর