বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ‘আওয়ামী লীগ যে সংবিধানের কথা বলে তা ধোঁকাবাজি। এ ধোঁকাবাজি করে দেশের মানুষদের দমিয়ে রাখা যাবে না।’
শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, ‘তারা কথায় কথায় সংবিধানের কথা বলে। সেই সংবিধান বলেছে একটি রাষ্ট্রের তিনটি স্তম্ভ রয়েছে। একটি হলো পার্লামেন্ট, বর্তমানে একটি ভুয়া পার্লামেন্ট তৈরি করা হয়েছে।’
তিনি বলেন, ‘আরেকটি হলো বিচার বিভাগ। সেই বিচার বিভাগ কুক্ষিগত করা হয়েছে। খালেদা জিয়ার নামে মামলা দিয়ে তাকে বন্দী করে রেখা হয়েছে। তারেক রহমান ও তার স্ত্রীর নামে রায় দেওয়া হয়েছে। এ বিচার বিভাগ স্বাধীন নয়।’ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক