রাজধানীর বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অপসারণের দাবিতে বিক্ষোভ করে রাস্তা অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টার পর মধ্যবাড্ডা ফুটওভার ব্রিজের নিচের সড়ক অবরোধ করে তারা।
এতে সড়কের দুই পাশে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষক অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ছাত্রীকে ইভটিজিং এবং মারপিট করেছে একজন শিক্ষক। আমরা ওই শিক্ষকের স্থায়ী বহিস্কার চাই।
বিডি প্রতিদিন/আরাফাত