১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে একাত্তরের নির্মম গণহত্যা ও নির্যাতন আর্কাইভ জাদুঘর ভিজিটের ফিল্ড ডায়েরি বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রদর্শন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় দিনভর শিক্ষার্থীদের ফিল্ড ডায়েরিগুলো একত্রিত করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে প্রদর্শন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং সোশিওলজি অব ওয়ার এন্ড জেনোসাইড কোর্সের শিক্ষক দিলআফরোজ খানমের উদ্যোগে সম্প্রতি শিক্ষার্থীদের মাঝে একাত্তরের চেতনা জাগ্রত করতে খুলনায় অবস্থিত ১৯৭১ সালের গণহত্যা ও নির্যাতন আর্কাইভ জাদুঘর ফিল্ড ভিজিট করা হয়। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স ২০২০-২১ সেশনের শিক্ষার্থীরা ফিল্ড ভিজিট করেন।
ওই সময় শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সময় বাঙালীর উপর পাকিস্তানী হানাদার বাহিনী এবং তাদের দেশীয় দোসর রাজাকাররা যে নৃশংস গণহত্যা চালিয়েছিলো তার অসংখ্য নমুনা এবং আলোকচিত্র দেখে শিক্ষার্থীরা শিউরে ওঠেন। নারীদের উপর সহিংসতার প্রমাণও শিক্ষার্থীরা প্রত্যক্ষ করেন। এছাড়াও জাদুঘরে মুক্তিযোদ্ধাদের ব্যবহার করা কাপড়, চশমা, হাত ঘড়িসহ মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন স্মারক বিশেষ করে ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে ব্যবহৃত মাইকটি প্রত্যক্ষ করেন শিক্ষার্থীদের। রাজাকারদের ব্যবহৃত মোটর সাইকেল, টর্চার সেলের নমুনা, মুক্তিযোদ্ধাদের পুড়িয়ে মারায় ব্যবহৃত বয়লারের নমুনাও দেখেন শিক্ষার্থীরা।
দিলআফরোজ খানম বলেন, ফিল্ড ট্রিপ শেষে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট হিসেবে ফিল্ড ডায়েরি লিখতে দেয়া হয়। সেই ফিল্ড ভিজিট এবং ফিল্ড ডায়েরী প্রদর্শন করা হয়েছে। এর মাধ্যমে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা নিজেদের মধ্যে ধারণ করলে আয়োজন সার্থক হবে।
সোশিয়লজি অব ওয়ার এন্ড জেনোসাইড কোর্সের অধীনে খুব শীঘ্রই মুক্তিযুদ্ধ ও গণহত্যা বিষয়ক দিনব্যাপী ফিল্ম শো’র আয়োজন করা হবে।
ফিল্ড ভিজিট করা শিক্ষার্থী ফারহানা ইয়াসমিন বলেন, পাঠ্য বইয়ে বহুবার ১৯৭১ সালের গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ে পড়েছি। এবার ফিল্ড ভিজিটের মাধ্যমে বাস্তব অনেক অভিজ্ঞতা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল