গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভেতরে প্রবেশের সময় ২০০ পিস ইয়াবাসহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে। এ ঘটনার পর তাকে বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ। আটক কারারক্ষী মো. মতিউর রহমানের বাড়ি ঢাকার ধামরাই থানায়।
কারা সূত্রে জানা গেছে, কারারক্ষী মতিউর রহমান সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারের ভেতরে প্রবেশ করছিলেন। এ সময় অন্য কারারক্ষীরা তার দেহ তল্লাশি করেন। পরে তার মোজা থেকে এক প্যাকেটে ৯৮ পিস ইয়াবা ও অন্য প্যাকেটে ভাঙা অবস্থায় ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনার পর অভিযুক্ত কারারক্ষী মতিউর রহমানকে আটক করা হয়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাৎক্ষণিক তাকে বরখাস্ত করা হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, ওই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/হিমেল